সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুই এলাকায় গতকাল রাতে পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রাম থেকে গভীর নলকূপের তিনটি এবং পাগলা বোয়ালিয়া গ্রাম থেকে ২ ট্রান্সফরমার চুরি হয়েছে।এ ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।
গভীর নলকূপের ম্যানেজার মো. ফিরোজ বলেন, ট্রান্সফরমার তিনটি বিদ্যুতের খুঁটিতে ঝোলানো ছিল। রাত আনুমানিক ২ টার দিকে চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ গভীর নলকূপের আওতায় প্রায় ১৮৬ বিঘা জমিতে ধান চাষ করা হয়।
এদিকে উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামের কৃষক আঃ রউফের মালিকানাধীন অগভীর নলকূপের দুটি ট্রান্সফরমারের ভিতরের মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। তিনি এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক জানান এই চুরির সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু লাইন ম্যান, ঠিকাদার, ও কর্মচারী জড়িত।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান জানান, অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম আবু সালেব জানান, শীতের রাতে পাহারা না থাকায় ট্রান্সফরমারগুলি সহজেই চুরি করে নিচ্ছে দুর্বৃত্তরা। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।