শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ সলিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ই জানুয়ারি) রাত বারোটার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের প্রথম জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় রবিবার সকাল ১০ ঘটিকার সময় শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার খাতাপাড়া নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জনাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।