1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়।

স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করে হাবিব পরিবহন। গাড়ির সমস্যা থাকায় কয়েকদিন ধরে বাসটি তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম) রাখা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান জানান, কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব-১৪-২৮১৮ বাসটি নেওয়া হয়েছিল। এখন চালু পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com