1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

আমেরিকার স্বর্ণালি যুগের শুরু: অভিষেক ভাষণে ট্রাম্প

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই জাতির উদ্দেশে দেওয়া অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আজ থেকে আবার আমেকিার স্বর্ণালি যুগের শুরু।”

ট্রাম্প তার রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা তুলে ধরে জোর দিয়ে বলেন, “আমেরিকান জনগণ কথা বলেছে।”

তিনি বলেছেন, “আমি প্রমাণ হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনাদের কখনই বিশ্বাস করা উচিত নয় যে, কিছু করা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, আমেরিকা কাজ।”

ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন, আমেরিকা জয় করবে, তাকে ভয় দেখানো যাবে না। তিনি বলেন, “আমরা ব্যর্থ হব না। এই দিন থেকে যুক্তরাষ্ট্র একটি স্বাধীন, সার্বভৌম এবং স্বাধীন জাতি হবে।”

‘আমেরিকাকে আবার মহান বানাতে আমার বেঁচে থাকা’

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্‌ট হিসেবে শপথ গ্রহণের পর অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকাকে আবার মহান বানাতে তার বেঁচে থাকা।

বিবিসি লিখেছে, সেদিনকার সেই হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক ভাষণে ট্রাম্প বলেছেন, “একটি বিশেষ কারণে আমার প্রাণে বেঁচে যাওয়া। আর সেই কারণটি হলো আমেরিকাকে আবার মহান বানানো।” এ সময় তার চোখে মুখে তৃপ্তির হাসি মাখা ছিল। অবশ্য অভিষেক ভাষণে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ট্রাম্প।

দুটি বাইবেলে হাত রেখে শপথ 

দুটি আলাদা পবিত্র বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় ট্রাম্পের কাছে দেখা যায় এই দুটি বাইবেল।

বিবিসি লিখেছে, একটি বাইবেল ট্রাম্পকে তার মা দিয়েছিলেন। আরেকটি লিংকন বাইবেল নামে পরিচিত।

লিংকন বাইবেল আগের অনেক প্রেসিডেন্ট তাদের শপথ গ্রহণে ব্যবহার করেছেন। ১৮৬১ সালে আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় এটি ব্যবহার করেছিলেন। সেই দিক থেকে শপথ গ্রহণের সবচেয়ে পুরোনো বাইবেল লিংকন বাইবেল।

শপথের সময় বাইবেল দুটি ধরে রেখেছিলেন ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

ট্রাম্পের শপথ গ্রহণ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেন তিনি। এর মধ্যে দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন ট্রাম্প। আর চার বছরের মেয়াদ শেষ করে বিদায় নিলেন জো বাইডেন।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ক্লিনটন, বুশ ও ওবামা

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে ট্রাম্প ক্যাপিটল হিলের গির্জায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শপথ গ্রহণ করেছেন।  এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনীতিকসহ করপোরেট বিশ্বের নেতারা যেখানে উপস্থিত হন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিদের উপস্থিতি। ট্র্রাম্পের শপথ অনুষ্ঠানে তার ব্যক্তিক্রম হয়নি।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বাদে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জীবিত রয়েছেন তিনজন- বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তারা তিনজনই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে দেখা যায় সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও লরা বুশকে। তবে এই অনুষ্ঠানে যোগ দেননি মিশেল ওবামা।

কয়েকদিন আগে জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সাবেক প্রেসিডেন্টরা ন্যাশনাল ক্যাথেড্রালে একত্রিত হয়েছিলেন। ট্রাম্পের শপথও হচ্ছে এই ক্যাথেড্রালে, যেখানে দেখা গেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর জীবিত ব্যক্তিদের।

হোয়াইট হাউসে ট্রাম্পকে বাইডেনের অভ্যর্থনা

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান জো বাইডেন। বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন। আর ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও নতুন ফার্স্ট লেডি মেলানিয়া।

এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জনতার উদ্দেশেও কিছু বলেননি তিনি।

ট্রাম্পের হোয়াইট হাউসে প্রবেশের সময় জো বাইডেনের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হয়। তিনি এক শব্দে বলেন, ‘‘ভালো।’’

হোয়াইট হাউসে বিদায়ী ও নবাগত প্রেসিডেন্টের রূদ্ধদ্বার ‘টি মিটিং’ অনুষ্ঠিত হয়। ১৮৩৭ সাল থেকে দেশটিতে এই চর্চা রয়েছে।

হোয়াইট হাউসে প্রবেশের কিছুক্ষণ আগে উল্টো দিকে অবস্থিত সেন্ট জন্স চার্চে যান ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা।

সেখান থেকে মোটর শোভাযাত্রা নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প।

ট্রাম্পকে ঢাকঢোল পিটিয়ে হোয়াইট হাউসে স্বাগত জানালেও জো বাইডেনকে ট্রাম্প সেই সুযোগ দেননি। বাইডেনের কাছে পরাজিত হয়েও পরাজয় স্বীকার করতে চাইছিলেন না ট্রাম্প। তখন উদ্ভূত পরিস্থিতিতে একরকম পেছন দিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন ট্রাম্প। ফলে হোয়াইট হাউসকে বাইডেনকে তার স্বাগত জানানো হয়নি। অবশ্য বাইডেন তার উত্তরসূরি হিসেবে ট্রাম্পকে সেই সম্মান দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com