1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

টিকটক ভিডিও করায় নিজ দেশে এনে কিশোরী মেয়েকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে এক বাবা তার কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন। তিনি স্বীকার করেছেন, মেয়ের টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল। এর জেরে মেয়েকে হত্যা করেছেন।

বিবিসির খবরে বলা হয়, আনোয়ার-উল-হক সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পরিবারসহ পাকিস্তানে ফিরে আসেন।

খবরে বলা হয়, আনোয়ার-উল-হক তার ১৩ থেকে ১৪ বছর বয়সী মেয়ে হীরা আনোয়ারকে গুলি করেছেন বলে পুলিশ জানিয়েছে। আনোয়ার-উল-হকের মার্কিন নাগরিকত্ব রয়েছে। তার মেয়েও মার্কিন নাগরিক।

আনোয়ার-উল-হক প্রথমে তদন্তকারীদের বলেছিলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে। তবে পরে স্বীকার করেন, তিনিই মেয়েকে হত্যা করেছেন।

স্বীকারোক্তিতে আনোয়ার-উল-হক বলেন, ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার মেয়ের পোস্টগুলো তিনি দেখেছেন। এগুলো তার কাছে ‘আপত্তিকর’ মনে হয়েছে।

পুলিশ বলেছে, হীরা অনার কিলিংয়ের শিকার হয়েছে কি না, তাসহ অন্য সব দিক তারা খতিয়ে দেখছে। পাকিস্তানে ‘অনার কিলিং’ নতুন নয়।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য মতে, দেশটিতে প্রতিবছর কথিত অনার কিলিংয়ের নামে শত শত মানুষ হত্যার শিকার হয়। হত্যার শিকার যারা হয়, তাদের বেশির ভাগই নারী।

আনোয়ারুল তার পরিবার নিয়ে ২৫ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। পরিবারটি পাকিস্তানে ফিরে আসার আগে থেকেই হীরা টিকটকে ভিডিও পোস্ট করা শুরু করেছিল। এই হত্যায় জড়িত থাকার অভিযোগে হীরার বাবার শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে।

বিচারে অনার কিলিং প্রমাণিত হলে, আসামিরা দোষী সাব্যস্ত হলে, তাদের বাধ্যতামূলকভাবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। আইনে পরিবর্তন এনে ২০১৬ সালে সাজার এই বিধান চালু করা হয়। এর আগের বিধানে ভুক্তভোগীর পরিবার ক্ষমা করলে আসামিরা কারাদণ্ড এড়াতে পারতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com