বাংলার কাগজ ডেস্ক : আলাদা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষক সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান, বিক্ষোভ, সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রাসহ নানা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধা ও হামলার শিকার হচ্ছেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরছেন না তারা। একদিন পরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোজার ছুটি শুরু হচ্ছে। তাই বন্ধের আগে এসব আন্দোলন আরো জোরদার হয়েছে।
শিক্ষকদের পাশাপাশি আলাদা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরাও। ছাত্রীসহ নারী ধর্ষণ-নিপীড়নে জড়িত শিক্ষকসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে গত মঙ্গলবার রাজধানীর আইডিয়াল স্কুল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন তারা। এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট এলাকায় চরম অস্থিরতা সৃষ্টি হচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। যৌক্তিক দাবির পাশাপাশি সরকারকে বেকায়দায় ফেলতে একটা পক্ষ এসব আন্দোলনে উসকানি দিতে পারে বলে অনেকে মনে করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনে নামছে। তবে আইডিয়ালসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছাত্রী ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন করছে তা যৌক্তিক। এসব বিষয়ে স্কুলের অ্যাডহক কমিটি নিষ্ক্রিয়। তাদের ওপর চাপ সৃষ্টির জন্যই এই আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
এদিকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার দুপুরে শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। এতে কয়েকজন আহত হন। এ সময় সংগঠনের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজীসহ তিনজনকে পুলিশ আটক করলে শিক্ষকদের প্রতিবাদের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা আবার জড়ো হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
দেলাওয়ার হোসেন আজীজী বলেন, দাবি আদায় না হলে রমজানেও অবস্থান কর্মসূচি চলবে এবং যমুনার সামনে ঈদের নামাজ আদায় করা হবে। একদিন সচিবালয়ে বৈঠকের পর সরকার আর কোনো যোগাযোগ করছে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসবভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান, প্রতীকী অনশনসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তবে সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া দেওয়া হয়নি। গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষক নেতাদের সচিবালয়ে ডেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তার কোনো প্রতিফলন ঘটেনি। তাই দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করা এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষকদের এসব আন্দোলনের পাশাপাশি নারী নির্যাতন ইস্যুতে সক্রিয় হয়েছে শিক্ষার্থীরাও। ছাত্রী ও নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। শিক্ষার্থীরা এই কর্মসূচি থেকে ছাত্রী নির্যাতনকারী শিক্ষকদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবি জানান।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার দুপুরে চানখারপুল এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় জনগণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্ষণে অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার দাবি করেন তারা।
অন্যদিকে পাঁচ দফা দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসে এ কর্মসূচি পালন করেন তারা। একাডেমিক কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু মানা হয়নি। ক্লাস-পরীক্ষা বন্ধ করে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি না মানলে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন।
এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিকারুননিসা নূন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নারী নির্যাতন ইস্যুতে কর্মসূচি পালনে করেন।
– আমার দেশ