নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ সালের এক কোটি ২৪ লাখ ৫২ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
গত ২৪ মে ঘোষিত প্রস্তাবিত ওই বাজেটে নিজস্ব আয় দেখানো হয়েছে ১৪ লাখ এবং অন্যান্য খাতে আয় দেখানো হয়েছে এক কোটি ১৮ লাখ টাকা। নিজস্ব ব্যয় দেখানো হয়েছে ১২ লাখ ৮৪ হাজার এবং অন্যান্য খাতে ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৮ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা। এছাড়াও উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ টাকা। নতুন করে করারোপ করা হয়েছে ৮০ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সচিব আল-আমিন, ইউপি সদস্য আব্দুল হাকিম, আব্দুল ওয়াহাব, আলেকা বেগম, আমির হামজা, আব্দুল্লাহ, লুৎফর রহমান, শাহ কামাল, আকবর আলী, মজিবর রহমান, বেদনা বেগম, বিলকিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।