আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে নববর্ষ উদযাপনকালে আতশবাজিসংক্রান্ত দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানিয়েছেন, এ বছর এসব দুর্ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া রাজধানী বার্লিনে রাতভর ৩৩০ জনকে আটক করা হয়েছে। তবে আগের বছরের তুলনায় কোনো বড় সহিংসতা বা গুরুতর ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে।
জার্মানিতে নববর্ষ উদযাপনে আতশবাজির তীব্র ব্যবহারের দীর্ঘদিনের প্রচলন রয়েছে। এতে প্রতিবছর অনেক মানুষ আহত হয়। পাশাপাশি দূষণ ও শব্দদূষণ নিয়ে আতশবাজি নিষিদ্ধের বিষয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়।এএফপির তথ্য অনুসারে, নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার পাডারবোর্ন এলাকায় ২৪ বছর বয়সী এক যুবক একটি আতশবাজি বিস্ফোরণের পর মারা যান। স্থানীয় পুলিশের মতে, ভুক্তভোগী নিজেই সেটি তৈরি করেছিলেন।
এ ছাড়া স্যাক্সনি অঞ্চলের ওসচাটজে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ‘পাইরোটেকনিক বোমা’ জ্বালানোর সময় মাথায় গুরুতর আঘাত লেগে মারা যান। পুলিশ জানিয়েছে, এটি একটি শক্তিশালী এফ৪ ক্যাটাগরির আতশবাজি ছিল, যার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন।একই অঞ্চলের হার্থা শহরে, ৫০ বছর বয়সী এক ব্যক্তি পাইরোটেকনিক পাইপ বোমা বিস্ফোরণের সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে উত্তরের হামবুর্গের কাছে ২০ বছর বয়সী এক যুবক আতশবাজি জ্বালানোর সময় প্রাণ হারান। পাশাপাশি বার্লিনের নিকটবর্তী ক্রেমেনে আরেক ব্যক্তি পাইরোটেকনিক্সের ‘অপর্যাপ্ত ব্যবহারের’ ফলে মারা যান। একই এলাকায় অনুরূপ পরিস্থিতিতে আরো তিনজন গুরুতর আহত হয়েছে। এসব দুর্ঘটনার পর এবারও জার্মানিতে আতশবাজি ব্যবহারের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।