1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

নকলায় ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বীজ ও রাসায়নিক সার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়ত খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আঊশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আঊশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ ও রাসায়নিক সার বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ কৃষিবিভাগের অন্যন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, নকলা উপজেলায় ৪১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আঊশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com