1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

ঈদের নামাজ পড়তে পারেননি কারাবন্দী ইমরান খান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয়বারের মতো কারাগারে ঈদ কাটালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তবে এবার তিনি ঈদের নামাজ আদায়ের সুযোগ পাননি। কঠোর নিরাপত্তার কারণে তাকে কারা সেল থেকে বের হতে দেওয়া হয়নি। খবর জিও নিউজের।

সোমবার (৩১ মার্চ) পাকিস্তানের আদিয়ালা কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও ইমরান খান নিরাপত্তাজনিত কারণে সেখানে অংশ নিতে পারেননি।

পিটিআই সূত্র জানায়, তার স্ত্রী বুশরা বিবিও কারাবন্দী থাকায় তিনিও কারাকক্ষে নামাজ আদায় করেন। ঈদের নামাজ ফরজ না হলেও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জামাতে অংশ নিতে না পারাকে এক ধরনের হতভাগ্য হিসেবেই দেখা হয়।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খানের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে— রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ এবং নানা দুর্নীতির মামলা।

এর মধ্যে কয়েকটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তির মুখে পড়েছেন। হাই-প্রোফাইল বন্দিদের নিরাপত্তা নিশ্চিতে কারাগারে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সূত্র জানায়, আদিয়ালা কারাগারে যাওয়ার রাস্তায় আটটি নতুন নিরাপত্তা চৌকি বসানো হয়। প্রায় ২০০ পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। পুলিশ সুপার সাদ্দার নাবিল খোখরের তত্ত্বাবধানে নিরাপত্তা কর্মীরা তিন শিফটে দায়িত্ব পালন করেন।

কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে প্রশাসন নিরাপত্তা আরও জোরদার করে। দাঙ্গা মোকাবিলায় বিশেষ ফোর্স মোতায়েন করা হয়। রিজার্ভ ফোর্সসহ পুলিশ সদস্যদের একটি বিশেষ ইউনিট প্রস্তুত রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com