1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

মায়ানমারে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল, খাদ্য পানি আশ্রয়ের অভাব

  • আপডেট টাইম :: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে নিহতদের স্মরণে মঙ্গলবার এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত দুই হাজার ৭০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে মান্দালয়ের কাছে একটি প্রাক-বিদ্যালয়ে ৫০ শিশু নিহত হয়েছে। এই শ্রদ্ধাজ্ঞাপন এমন এক সময়ে এলো, যখন সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ খাদ্য, পানি ও আশ্রয়ের অভাবে ভুগছে।

গত শুক্রবার দুপুরের দিকে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পটি ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে শত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এটি প্রাচীন প্যাগোডা ও আধুনিক ভবন ধ্বংস করে দিয়েছে।

মায়ানমারের সামরিক নেতা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে জানান, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭১৯ জনে পৌঁছেছে এবং এই সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। এ ছাড়া এখন পর্যন্ত চার হাজার ৫২১ জন আহত ও ৪৪১ জন নিখোঁজ রয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী থাইল্যান্ডে অন্তত ২০ জন নিহত হয়েছে।

মায়ানমারের কেন্দ্রে অবস্থিত মান্দালয় শহরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি স্কাই ভিলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিটে সাইরেন বাজিয়ে লোকজনকে দাঁড়িয়ে যেতে বলা হয়, যা ছিল ভূমিকম্প আঘাত হানার সুনির্দিষ্ট সময়। সেখানে উদ্ধারকর্মীরা থেমে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। একটি রেসকিউ টেন্টের পাশে বাঁশের খুঁটিতে মায়ানমারের জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উড়ছিল, আর কর্মকর্তারা ঘিরে রাখা এলাকার ভেতর দাঁড়িয়ে দেখছিলেন, আর স্বজনরা একটু দূরে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছিলেন।

এদিকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধের কারণে ভূমিকম্পে আহত ও গৃহহারা হওয়া মানুষদের কাছে সহায়তা পৌঁছনো আরো কঠিন হয়ে পড়েছে।

থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে আলজাজিরার প্রতিবেদক জেসিকা ওয়াশিংটন জানান, মায়ানমারের মধ্যাঞ্চলের অনেক পরিবার এখনো মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে ভুগছে। তিনি বলেন, ‘ওই সব এলাকায় যোগাযোগ নেই, বিদ্যুৎ নেই। মানুষ খুব কষ্টে আছে। তারা এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। শহরের একটি হাসপাতালে রোগীদের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। পানির সংকটও রয়েছে।’

সহায়তা প্রবেশে বাধা

তিনি আরো জানান, বিপর্যয়ের মধ্যেও সামরিক বাহিনী বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি সাগাইং অঞ্চলে প্রবেশাধিকার খুবই সীমিত। সেখানে এক মালয়েশীয় উদ্ধারকারী দল একটি বিদ্যালয়ের ধ্বংসস্তূপে কাজ করছে। তবে অন্যান্য উদ্ধারকারী দল জানিয়েছে, সামরিক বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা তাদের ওই সব এলাকায় প্রবেশ করতে বাধা দিচ্ছে, যেসব এলাকায় সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সামরিক বাহিনীর উচিত তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে সাহায্য প্রবেশ করতে দেওয়া। অ্যামনেস্টির মায়ানমারবিষয়ক গবেষক জো ফ্রিম্যান বলেন, ‘মায়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে এমন এলাকায় সহায়তা পৌঁছতে বাধা দিয়ে আসছে, যেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। তাদের উচিত অবিলম্বে সব মানবিক সংস্থাকে বাধাহীন প্রবেশের অনুমতি দেওয়া এবং জরুরি সহায়তা পৌঁছতে কোনো প্রশাসনিক জটিলতা সৃষ্টি না করা।’

থাইল্যান্ডে উদ্ধার অভিযান
ব্যাঙ্ককে উদ্ধারকারীরা এখনো একটি ধসে পড়া অসমাপ্ত ভবনের ধ্বংসস্তূপে জীবনের চিহ্ন খুঁজছে। তবে চার দিন পার হয়ে যাওয়ায় জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা কমে এসেছে।

ভবনটির ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবী বিন বুনলুয়েরিট বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে প্রায় ৭০ জনের মরদেহ রয়েছে…তবে আমরা আশাবাদী, অলৌকিকভাবে অন্তত এক-দুজন জীবিত থাকতে পারে।’

ব্যাঙ্ককের ডেপুটি গভর্নর তাভিদা কামলভেজ জানান, স্ক্যানারে ছয়টি মানব-আকৃতির অবয়ব শনাক্ত করা হয়েছে, তবে তাদের শরীরে কোনো নড়াচড়া বা প্রাণের স্পন্দন নেই। স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন নিরাপদে তাদের কাছে পৌঁছনোর উপায় বের করার চেষ্টা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com