শেরপুর : শেরপুর শহরের গৃর্দ্দানারায়ণপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে প্রকাশ্যে কুপিয়ে তার সাথে থাকা ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করেছে সংঘবদ্ধ চক্র।
রোববার (৬ এপ্রিল) বেলা পৌণে ১১টার দিকে শহরের নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মিষ্টার আলী (৩২) নয়আনী বাজার মেসার্স ইরা ট্রেডার্সের ম্যানেজার। এ ঘটনায় সোবহান (৪০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোবহান শেরপুর শহরের দক্ষিণ নবীনগর মহল্লার মৃত সাইজদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শহরের নয়আনী বাজারের আমদানীকারক মেসার্স ইরা ট্রেডার্সে কর্মরত ম্যানেজার মিষ্টার আলী রোববার সকালে তার মালিকের গৃর্দ্দানারায়ণপুরস্থ বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের ৯ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে আসছিল। পথিমধ্যে নতুন মসজিদ এলাকায় ওঁৎ পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারীরা মিষ্টার আলীকে পথ রোধ করে ছুরি দিয়ে আঘাত করে ও হাতে থাকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে আহত মিষ্টার আলীকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মিষ্টার আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ মামলার প্রধান আসামী সোবাহানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম।