ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাহারা খাতুন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রয়েছেন।
তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বুধবার (০১ জুলাই) রাতে জানান, ‘সাহারা খাতুনকে ব্যাংকক নিতে সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে বহন করার উপযোগী ছাড়পত্রও দিয়েছেন চিকিৎসকরা।’
তিনি জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এবং নির্দেশনা এলে তাকে ব্যাংকক নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবার (০২ জুলাই) নেওয়ার সম্ভাবনা রয়েছে।’
মুজিবুর আরও জানান, ‘সাহারা খাতুনের শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি। তিনি আগের দিনের মতোই আছেন। তবে মাঝে মাঝে একটু কথা বলছেন।’
গত ২৬ জুন বেলা ১১টার দিকে হঠাৎ সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাই-ডিফেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে ফের আইসিইউতে স্থানান্তর করা হয়। তার হার্টবিট প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনতে হয়েছে। এখন তাকে অক্সিজেন ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে। এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২২ জুন তাকে আইসিইউ থেকে এইচডিআইতে আনা হয়েছিলো।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত। গত ৩ জুন ভোর ৪টা ৪০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের মেডিক্যাল কনসালটেন্ট আফসানা আরার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।