ঢাকা: করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে আদালতে নেওয়া হয়েছে।
তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মিন্টু রোডের কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
প্রতরণার মামলায় ১৩ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ জুলাই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের একটি টিম।
জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়।