শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে আলী আকবর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া মিরকি বিলে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর ওই এলাকার আবু শামার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে মিরকি বিলে একদল যুবক সাঁতার কাটতে যায়। এ সময় সবার অজান্তে পানিতে তলিয়ে যায় আলী আকবর। কিছুক্ষণ পর সাথের যুবকরা তাকে না পেয়ে পানিতে খোঁজার একপর্যায়ে পানির নিচে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।