ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ।উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন নাহার মায়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুম্মান আখতার, সহকারী মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্্রানিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
– আল হেলাল চৌধুরী