নকলা (শেরপুর) : শেরপুরে বৃষ্টিপাত টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা ঢলের কারনে নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়নে ব্রক্ষ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় হাজারো পানিবন্দী মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২জুলাই) বিকেলে পানিবন্দী মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান প্রতিবেদককে জানান, পানিবন্দী ৫৭৫টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।