নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নলিতাবাড়ীতে বাংলাদেশ ওয়ার্কার্স পাটির উদ্যেগে ১ শ’জন বন্যার্ত পরিবারে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ জুলাই) বিকেলে নালিতাবাড়ী পৌরসভার খালভাঙ্গা কালী মন্দিরের সন্মুখে জেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা এ বিতরণকাজ করেন।
এ সময় জেলা জাসদ সহ-সভাপতি ও নকলা- নালিতাবাড়ীর সমন্বয়ক সাংবাদিক লাল মোঃ শাহজাহান কিবরিয়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন, আমরা সরকারের শরিক হলেও নূন্যতম অবস্থান আমাদের। আমরা সরকারে থাকলেও সরকার পরিচালনার প্রধান শরিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে। বাস্তবতা হলো, করোনা কালীন সময়ে আমাদের লোকজন সরকারের দান-অনুদান থেকে বঞ্চিত। স্থানীয় সরকার থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত আমাদের কোন প্রতিনিধিত্ব নেই, সকল ক্ষেত্রে আওয়ামী লীগ। তাই আমরা আপনাদের জন্য তেমন কিছু করতে পারি না। অপনাদের হাতে সামান্য কিছু দিয়ে পাশে থাকার চেষ্টা করি মাত্র।
এ সময় ক্ষেত মুজুর সমিতির নেতা আতাউর রহমান, আজহার অলী ও রিপন পাল উপস্থিত ছিলেন।