বাংলার কাগজ ডেস্ক : আজ থেকে আবার বাড়ছে শীতের তীব্রতা। শুক্রবার সারা দেশে বৃষ্টির পর শনিবার শীতের তীব্রতা কম অনুভূত হয়েছিল। তবে রোববার সকাল থেকে শীত বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়াবিদ হাবিবুর রহমান বলেন, ‘আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে। তবে এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।’
শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে আজ ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ২৫ মিনিটে।