ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চেয়ে আজও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে তীব্র শীতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। স্লোগানে স্লোগানে ধর্ষণের প্রতিবাদ ও এর বিচার দাবি করছেন তারা।
আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে শুভ সংঘের ব্যানারে প্রতিবাদ জানানো হয়। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা মিলে মুখে কালো পতাকা বেঁধে পদযাত্রা করেন। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
সেখান থেকে তাসনিম ফারিয়া নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আগেও দেখেছি, এ ধরনের ঘটনার বিচার হয় না। আসামিরা আইনের আওতায় আসে না। আমাদের সহপাঠীর ওপর চলা নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে আন্দোলন চলবে। আমরা চাই, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হোক। আইনের শাসন নিশ্চিত হোক।’
এদিকে সকালে ঢাবি রাজু ভাস্কর্যে গিয়ে দেখা যায়, ভাস্কর্যগুলোর মাথায় কালো কাপড় বেঁধে রাখা হয়েছে। উপস্থিত অনেকে বলছেন, ‘দেশে যে পরিমাণ অনাচার বেড়েছে তার প্রতীকী প্রতিবাদ হলো ভাস্কর্যগুলোর মাথায় কালো কাপড়।
এ ঘটনার প্রতিবাদে আজ ছাত্রলীগের প্রতিবাদী চিত্রাঙ্গন, মানববন্ধন, ছাত্র শিক্ষক সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিবাদ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রোববার বিকেলে ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় তার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে। এতে তিনি জ্ঞান হারান। এরপর তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।