1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

‘শূন‌্যরেখা থেকে ১৫০ ফুটের পর মাইন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়’

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ঢাকা : বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন প্রসঙ্গে বিজিবি  মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, আমাদের দেখার বিষয় হলো শূন‌্যরেখা থেকে ১৫০ ফুট পর্যন্ত মাইন আছে কী না। এরপর তারা মাইন রাখলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) সিনিয়র পর্যায়ের সপ্তম সীমান্ত সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

২০১৭ সালে বাংলাদেশ রোহিঙ্গাদের ঢল নামলে সীমান্তে মিয়ানমার মাইন পুঁতে রাখে বলে অভিযোগে উঠে। তবে মিয়ানমার কর্তৃপক্ষের দাবি, মাইনগুলো আরাকান আর্মি পুঁতে রেখেছে। প্রায়ই মাইন বিস্ফোরণে হতাহতের খবর গণমাধ্যমে আসে। গতকাল মঙ্গলবার মংডুতে মাইন বিস্ফোরণে ১০ শিশু নিহত হয়।

সীমান্তে মাইন পুঁতে রাখার বিষয়টি নিয়ে সম্মেলন আলোচনা হয়েছে কী জানতে চাইলে, ১৫০ ফুট পর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন সাফিনুল ইসলাম।

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের বেড়া এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে সেনাবাহিনী। তবে আমরা বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছি। এটি পাস হলে শুরুতে যেসব এলাকা দিয়ে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঘটে সেদিকে বেড়া দেওয়া হবে।

ইয়াবা চোরাচালান বন্ধে মিয়ানমার তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা জব্দ ইয়াবা নাফ নদিতে ফেলে দিয়েছেন- আমরা প্রত্যক্ষ করেছি। তারপরও তাদেরকে মাদকবিরোধী অভিযানে আরো তৎপর হতে আহ্বান জানিয়েছি।

সন্ত্রাসীদের বিষয়ে মিয়ানমারের চিফ অব পুলিশ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান তাদের জিরো টলারেন্সের বিষয় উত্থাপন করে জানান, বাংলাদেশ যেন তাদের আশ্রয় না দেয়। এ বিষয়ে সাফিনুল ইসলাম বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসী আশ্রয় নিতে পারবে না।

সম্মেলনে আলোচনায় দুই দেশ মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখাসহ চোরাচালান, মানবপাচার, সন্ত্রাসবাদে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করার বিষয়ে একমত হন। পাশাপাশি সীমান্তে গুলি চালানোর বিষয়ে একে অপরকে অবহিতকরণ, রিয়েলটাইম ইনফরমেশন আদান আদানপ্রদানসহ আরো বেশকিছু বিষয়ে দুই দেশ ঐক্যমতে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com