1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

শেরপুরে মুর্শিদপুর দরবারে হামলার ঘটনায় একজনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরের মুর্শিদপুর দোজা পীরের দরবারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে হাফেজ উদ্দিন নামে ওই ব্যক্তি মারা যান। এদিকে দরবারে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার দহরিয়াপাড় গ্রামের জয়নাল (৩২), সাতপাকিয়া গ্রামের শহীদ (৩৫), লছমনপুর গ্রামের মজনু (২৬), বয়ড়া পরানপুর গ্রামের এনামুল হক (৩৫), লছমনপুর ঝাউয়েরচর গ্রামের আসিফ (১৬), কান্দা শেরীরচর গ্রামের হাফেজ (৩৯), বলাইয়েরচর গ্রামের জিসান (২২) ও নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা গ্রামের মামুন (১৭)।

গ্রেফতারকৃতদের মধ্যে হাফেজ ও জয়নাল গুরুতর আহত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য হাফেজকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে হাফেজ মারা যান।

পুলিশ ও দরবার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে স্থানীয় একটি মাদরাসার কয়েকজন শিক্ষক ও এলাকাবাসী সদর উপজেলার লছমনপুর এলাকায় অবস্থিত মুর্শিদপুর দরবার শরিফের কার্যক্রম বন্ধের হুমকি দিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, পীরের দরবারে ইসলাম পরিপন্থী কার্যকলাপ পরিচালিত হয়।

মঙ্গলবার ভোরে মাদরাসা শিক্ষক তরিকুল ইসলামসহ ৪০০-৫০০ জনের একটি দল মুর্শিদপুর পীরের দরবারে হামলা চালায়। দরবারের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসময় দরবারে থাকা খাদেম ও অন্য মুরিদরা তাদের বাধা দিলে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দরবার থেকে কয়েকটি পেট্রোল বোমা এবং অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দরবারের খাদেম মাহমুদান মাসুদ বাদী হয়ে মাদরাসার সুপারসহ ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করে মঙ্গলবার রাতে সদর থানায় মামলা দায়ের করেন। অপরদিকে মাদরাসার পক্ষ থেকে দরবারের লোকজনকে আসামি করে পাল্টা একটি মামলা করা হয়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম জানান, মুর্শিদপুর দরবার শরিফের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com