অর্থ ও বাণিজ্য ডেস্ক : প্রধানমন্ত্রী শেষ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজ আংশিক আমদানিনির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিছু দিন আগেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবছরে এই সংকট কঠিন আকার ধারণ করে। সম্প্রতি পেঁয়াজের দাম অনেক বেড়েছে। এছাড়া, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাজারে এই পণ্যের দাম ঊর্ধ্বমুখী।
পেঁয়াজচাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে আমদানি-নির্ভরতা কমাতে ২০২০-২০২১ অর্থবছরে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। তবে, বর্তমানে পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের ওপর থেকে ওই শুল্ক প্রত্যাহারের করে সরকার।
এর আগে, বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক অনলাইন সভায় পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন।