শেরপুর : শেরপুর সদর উপজেলার জঙ্গলদী দক্ষিণপাড়ায় প্রতিবন্ধী কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত গৃহকর্তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার জঙ্গলদী দক্ষিণপাড়ায় মফিজুল ইসলাম (৩২) নামে এক গৃহকর্তা একই গ্রামের প্রতিবন্ধী এক মেয়েকে কাজের মেয়ে হিসেবে রাখে। একপর্যায়ে নানা প্রলোভনে ফেলে ওই গৃহকর্তা প্রতিবন্ধী মেয়েটির সাথে বিভিন্ন সময় মেলামেশা করে। কিন্তু মেয়েটি ৩ মাসের অন্তস্বত্বা হয়ে পড়লে কিছুদিন আগে বিষয়টি জানাজানি হয়ে যায়। এসময় মফিজুলের পিতা আলাল উদ্দিন ও ভাই আশরাফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মেয়েটির প্রতি চাপ সৃষ্টি করে। পরে খবর পেয়ে শনিবার (১০ অক্টোবর) সদর থানার পুলিশ ধর্ষিতাকে তার বাড়ি থেকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্মন্ন করে। পরে ধর্ষণ এবং এর আলামত বিনষ্টের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত গৃহকর্তা মফিজুল ইসলাম, আলামত নষ্টের অভিযোগে তার পিতা আলাল উদ্দিন ও ভাই আশরাফুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়। এদিকে মামলার পর রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৃহকর্তা মফিজুলকে গ্রেফতার করা হয়েছে।