1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় দেওয়া কাঁটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেখানে বেশ কয়েকটি মদের বোতলও দেখা গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে এই চিত্র দেখা গেছে। আরও ৬ দিন আগে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২ টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় আসেন। এসময় তারা শূন্যরেখায় নির্মিত কাঁটাতারে কাচের বোতল ঝুলাতে শুরু করেন। বিষয়টি স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয়। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায়।

দহগ্রাম সরকারপাড়া জব্বার আলী বলেন, ভারত একদম জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আমরা আতঙ্কে আছি। তারপরও বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়ায়। এখন বোতলে কিছু রেখেছে কি-না এ নিয়ে আমরা আতঙ্কে আছি।

রংপুর-৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, এটি নতুন কোন স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা কাজ করেছে। আসলে বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। এজন্য তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com