1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

জমে উঠছে নালিতাবাড়ী পৌর নির্বাচন

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

মনিরুল ইসলাম মনির : আগামী ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ীর বর্তমান পৌর পরিষদের মেয়াদ। এমতাবস্থায় পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে আগে-ভাগেই। বিশেষ করে, মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা অনেকটা তুঙ্গে। গণসংযোগ, দোয়া প্রার্থনা, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ছাড়াও ইতিমধ্যেই মেয়র প্রার্থীদের অনেকে বড়বড় শোডাউন করেছেন। অনেকেই একাধিক শোডাউন দিয়ে নিজেদের অবস্থানের জানান দিতেও ব্যস্ত। এক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের তৎপরতা বেশি লক্ষ্যণীয়। প্রার্থী নিয়ে আগ্রহের শেষ নেই ভোটারদেরও।
আসন্ন নির্বাচনে মেয়র পদে সমর্থন চেয়ে যারা মাঠে রয়েছেন তাদের মধ্যে বর্তমান পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক পৌর মেয়র ও শহর বিএনপি’র আহবায়ক সাবেক ভিপি আনোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মরহুম আব্দুল হালিম উকিলের ছোট ভাই হাবিবুর রহমান ডিপু, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, বঙ্গবন্ধু পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক উল্লেখযোগ্য।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সদস্য প্রভাষক নজরুল ইসলাম বকুল, দেশরতœ ছাত্রঐক্য পরিষদের সভাপতি তাইবুর রহমান রুবেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক সুলতানা রাজিয়া, জাসদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন আমু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি হয়েছেন।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক পৌর মেয়র ও শহর বিএনপি’র আহবায়ক ভিপি আনোয়ার হোসেনের ‘ছেলে ভালো’ হিসেবে খ্যাতি রয়েছে। সকল দলমতের মানুষ তাকে একজন ভদ্র রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি হিসেবে চেনেন। রয়েছে প্রচুর জনপ্রিয়তা।

অন্যদিকে বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক দৃশ্যমান উন্নয়ন করে এবং নিজের সমর্থনে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করে আগলে রেখে তার অবস্থান শক্ত করে রেখেছেন।
সরকারদলীয় আওয়ামী লীগের অনুসারী হয়ে এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর অনুকূলে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসায় পরীক্ষিত যুবনেতা হিসেবে দলীয় মনোনয়ন দৌড়ে ভোটারদের আলোচনায় এগিয়ে রয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান ও ত্যাগী নেতা এবং সাবেক দুইবারের পৌর মেয়র মরহুম আব্দুল হালিম উকিলের ছোট ভাই, ভৌগলিক অবস্থান ও বয়সের দিক বিবেচনায় পিছিয়ে নেই শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু।
শহরে বিশাল শোডাউন দিয়ে নিজের অবস্থার জানান দিয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় কৃষকলীগ নেতা বদিউজ্জামান বাদশার সরাসরি সমর্থন পেয়ে বেশ আশাবাদী বঙ্গবন্ধু পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক।
অন্য প্রার্থীরা মাঠে থাকলেও মূলত ভোটারদের আলোচনায় নেই অনেক প্রার্থী। অবশ্য ১৪ দলের প্রার্থীদের মধ্যে সুলতানা রাজিয়া ও আমির হোসেন আমু দলীয় অবস্থান জানান দিতে শেষ পর্যন্ত নিজেদের দলীয় প্রতীক নিয়ে প্রার্থীতা টিকিয়ে রাখেন কি না এ নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা।
অধিকাংশ ভোটাররা বলছেন, বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক গেল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে কাজ করায় যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তার ঘরে না পৌছায় তবে মেয়র পদে প্রার্থী হতে পারেন তিনজন। বর্তমান পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাবেক পৌর মেয়র ও শহর বিএনপি’র আহবায়ক আনোয়ার হোসেন এবং অপরজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
এক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের বিষয়ে অনেকেই আশাবাদী হলেও শেষ লড়াই হবে বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম এবং শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপুর মাঝেÑ এমনটি আলোচনা সর্বত্র। বিএনপি থেকে উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে প্রত্যয়ী হলেও গেল নির্বাচনগুলোতে এবং বর্তমানেও ভোটারদের মাঝে আনোয়ার হোসেনের জনপ্রিয়তা তুঙ্গে থাকায় বিষয়টি এখনও অমিমাংসিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com