1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

এসআই আকবরের পলায়ন ঠেকাতে সীমান্তে সতর্কতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

সিলেট: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মো. রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া যেন দেশ থেকে পালাতে না পারেন, সেজন্য সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ধানমন্ডিতে পিবিআই’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করছে পিবিআই। পরশু দিন মামলার তথ্য আমরা হাতে পেয়েছি। ওই ফাঁড়িতে সিসি ক্যামেরা ছিল কি না, তার খোঁজ নেওয়া হচ্ছে।’

বনজ কুমার মজুমদার আরও বলেন, ‘পুলিশ বা সাধারণ জনগণ—যেই অপরাধ করুক, জড়িত থাকার প্রমাণ মিললে তাকে আইনের মুখোমুখি করা হবে।’

টাকার জন্যই রায়হানকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, নিহতের পরিবারের এ অভিযোগের বিষয়ে পিবিআই প্রধান বলেন, ‘তা তদন্ত করে দেখা হবে। এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করব না। তদন্তে যদি এরকম প্রমাণ মেলে, ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযোগটি নিহতের পরিবার মামলায় উল্লেখ করেছে। এ বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করব।’

তিনি আরো বলেন, ‘ঘটনার পর থেকেই, বিশেষ করে আদালতের আদেশে তদন্ত শুরুর পর থেকেই ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেনকে আমরা খুঁজছি। সম্ভাব্য অনেক স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তিনি যেন সীমান্ত এলাকা দিয়ে দেশ ছেড়ে যেতে না পারেন, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। আশা করছি, শিগগির তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com