ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন। তিনি বলেন, ‘মন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাতে মীর আকরাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘শনিবার দুপুরে তার করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’
জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘মন্ত্রী করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’