যশোর : মনিরামপুরে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিশ লাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আঃ আহাদকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন.কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।