ঢাকা : সম্প্রীতির রাজনীতি সূচনা করতে চাওয়ার কয়েক ঘণ্টা পর প্রতিপক্ষের বিরুদ্ধে ‘হামলার’ অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
রোববার শান্তিনগর কাঁচাবাজার থেকে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচার শুরু করার আগে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এই অভিযোগ করেন।
শনিবার আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের বাসায় লিফলেট বিতরণ করতে গিয়ে শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘এখন থেকে সম্প্রীতির রাজনীতি চলবে।’
এর পরের দিনই তাপস জানান, আরকে মিশন রোড থেকে চলে যাওয়ার পরই সন্ধ্যার দিকে বিএনপি সমর্থকরা অতর্কিত আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল তাদের ওপর আক্রমণ করেছে। তিনি বলেন, ‘এটা অত্যন্ত ন্যাক্কারজনক।’
আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেব। রাস্তায় যাতে কোনো প্রকার যানজট না হয়। আশা করি, জনগণ নৌকার পক্ষে রায় দেবে।’
মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস শান্তিনগর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল (ঘুড়ি মার্কা) এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাস চামেলীকে (আনারস মার্কায়) পরিচয় করিয়ে দেন।
রোববার পল্টন, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল, শাহজাহানপুর, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এলাকায় নির্বাচনী কার্যক্রম চালান শেখ ফজলে নূর তাপস।