নালিতাবাড়ী(শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে পদ-পদবী পরিবর্তনসহ বেতনের গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সমিতি, নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মবিরতিতে অংশ নেওয়া নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী জানান, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকুরীজীবিদের পদ পদবী পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণ অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রণয়নের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকায় বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলে তারা ঘোষণা দেন।