নকলা (শেরপুর) : আসন্ন শীত মৌসুমে কোভিট-১৯ সংক্রমনের সম্ভ্রাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইসয়াসমীন, সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশচন্দ্র দাস, মেডিক্যাল অফিসার ডা: নাজমুস সাকিবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং মাস্ক পরিধানে উৎসাহ বাড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং মানুষ ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্য সচেতনতা মেনে চলাফেরা করারও আহ্বান জানান তিনি।