নকলা (শেরপুর) : আসন্ন শীত মৌসুমে কোভিট-১৯ সংক্রমনের সম্ভ্রাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মোস্তফার পক্ষে এসব মাস্ক গ্রহন করেন মেডিক্যাল অফিসার ডা: নাজমুস সাকিব।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশচন্দ্র দাস, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।