নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার সুতিয়ার খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় কবির মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পুলিশ উদ্ধার করেছে। মৃত কবির মিয়া এক সন্তানের জনক এবং মধ্য রসাইতলা গ্রামের জনৈক রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, কবির মিয়া দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিল। গতকাল সোমবার বিকেলে সে হালুয়াঘাটের কালাপাগলা বাজার থেকে একা সুতিয়ারখালের পাড় দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয় মহিলারা তার মরদেহ সুতিয়ার খালের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়। খবর পেয়ে কবিরের বাড়ির লোকেরা এসে মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, খালের পাড় দিয়ে বাড়ি ফেরার পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে পড়ে মারা যায়।