নালিতাবাড়ী (শেরপুর) : যৌতুক মামলায় কারাগারে গেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পিপুলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক। সদ্য তালাকপ্রাপ্তা স্ত্রীর দায়ের করা মামলায় শেরপুরের সিআর আমলি আদালত নালিতাবাড়ী গত ১লা নভেম্বর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, পিপুলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ওই গ্রামেরই বাসিন্দা। প্রায় বিশ বছর আগে একই গ্রামের অপর বাসিন্দা ও চাচাতো বোন রাবিয়া খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর সংসারে চার সন্তান জন্ম নেয়। প্রায় বছর খানেক আগে এ দম্পতির পুত্র সন্তানকে শেরপুর থেকে পারিবারিকভাবে বিয়ে করানো হলে ছেলে এবং ছেলের বউয়ের মাঝে বনিবনা হচ্ছিল না। বিশেষ করে পুত্র কোনভাবেই তার নববধূকে মেনে নিতে পারছিল না। এমতাবস্থায় গণ্যমান্যদের মধ্যস্থতায় ওই বিয়েতে দুইপক্ষের মাঝে সমঝোতা করে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু এ ছাড়াছাড়ি মেনে নিতে পারছিলেন না পিতা ফজলুল হক। তার পছন্দ করা পুত্রবধূকে ছেড়ে দেওয়ায় তিনি মনের দুঃখে শহরের বাসা ছেড়ে গ্রামে চলে যান। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর হঠাৎ করেই নিজের স্ত্রীকে গোপনে এক তরফা তালাক দিয়ে নোটিশ পাঠিয়ে দেন তিনি। তালাকের নোটিশ পেয়ে স্ত্রী রাবিয়া খাতুন তা গ্রহণ না করে স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে গত ৮ আগস্ট মামলা করে বসেন। সমন জারির পর গত ১লা নভেম্বর অভিযুক্ত ফজলুল হক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
স্ত্রী অভিযোগ করেন, স্বামী ফজলুল হকের ছোটবেলা হতে পড়ালেখা থেকে শুরু করে মহিলা কলেজে অফিস সহকারী পদে চাকুরী এরপর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় অর্থের যোগান এমনকি নালিতাবাড়ী শহরে একটি তিনতলা বাসাও তাদের সুখের জন্য দেন তার বাবা হাজী শামছ উদ্দিন। শামছ উদ্দিন জানান, দুই পরিবারের মাঝে মামলা-কলহ চলায় তারা এখন নিরাপত্তাহীন। এমতাবস্থায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে তার কন্যা রাবিয়া খাতুন নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, দাম্পত্য জীবনে কিছু কলহ থাকলেও গত বিশটি বছর তাদের ভালোই কেটেছে। কিন্তু ছেলের বউকে তালাক দিতে সহযোগিতা করায় রাগ করে ফজলুল হক নিজের স্ত্রীকেই তালাক দিয়ে বসেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিষয়টি জেনেছি। নিয়মানুযায়ী মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করতে হয়। এ জন্য আমরা পত্র প্রেরণ করেছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় তাকে বরখাস্ত করবেন। এদিকে পুত্রবধূর তালাকের ঘটনাকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে তালাকের দেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।