মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী(শেরপুর): করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারা বাংলাদশ ব্যাপী প্রশাসন তৎপর আজ ১৮ নবেম্বর শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাক্স না পড়ার কারনে দোকানে দোকানে,রাস্তায় দারিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন এ সময় ৯ জনের নিকট থেকে ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা সময় সহযোগিতা করেন এসআই সাইদুল ইসলাম সাজু সহ পুলিশ সদস্যগন।ঝিনাইগাতী ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু বাহার কে ডেকে নিয়ে বাজারে সচেতনতা বৃদ্ধি করতে পরামর্শ দিয়েছেন। ঝিনাইগাতী উপজেলার বাজার গুলোতে প্রতিনিয়ত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।