ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আমিরুল ইসলাম টাইগার এবার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন যাবত এলাকায় সামাজিক কর্মকান্ডের পাশাপাশি দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ায় অনেকটাই আলোচনা এসেছেন বলে দলের পক্ষে তিনি জোড়ালোভাবে মনোনয়ন প্রত্যাশী। বয়সে তরুণ হওয়ায় তাকে নিয়ে আলোচনা ঝড় ওঠছে জনসাধারণ ও চায়ের স্টলসহ আড্ডাস্থলগলোতে।
জানা যায়, আমিরুল ইসলাম টাইগার শ্রীবরদী পৌরসভার পোড়াগড় মহল্লার আজিুজুল হকের ছেলে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স পাশ করে এলএলবি’তে অধ্যায়নরত। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে স্কুল জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য। এছাড়াও পারিবারিকভাবে তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি দলের মূল ¯্রােতের সাথে থেকে মিছিল মিটিং ও দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। এতে দলের অভ্যন্তরেও অনেকের আস্থাভাজন হয়ে ওঠেছেন। জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে রয়েছে সু-সম্পর্ক। সমাজসেবামূলক কাজের পাশাপাশি অসুস্থ্য রোগি ও হতদরিদ্রদের সহযোগিতা করে যাচ্ছেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, শ্রীবরদী পৌরসভা অবহেলিত। ২০০৪ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হলেও মানুষের জীবন মানের তেমন কোনো পরিবর্তন হয়নি। এজন্য আমি পৌরসভা নির্বাচন করে বিজয়ী হলে, নাগরিক সুবিধা নিশ্চিত করে মাদক ও দুর্নীতি মুক্ত করার প্রত্যয় নিয়ে শ্রীবরদী পৌরসভাকে একটি মডেল ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন, আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে দলের মূলধারার সাথে কাজ করে যাচ্ছি। দলের মনোনয়ন ব্যাপারে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিলে আমার বিশ্বাস অবশ্যই দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে। তবে প্রধানমন্ত্রী ও দলের সিদ্ধান্তকে চুড়ান্ত বলে মনে প্রাণে বিশ্বাস করি। আমি উত্তর অঞ্চলের আওয়ামীলীগের একক প্রার্থী। আমার নিজস্ব ভোট ব্যাংক ও অঞ্চল রয়েছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই আমি মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী।