নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা খলচান্দা কোচ নৃ গোষ্ঠী পল্লীতে বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী উপজেলা কার্যালয়ের আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক শ্রী রমেশ কোচ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোচ সম্প্রদায়ের গবেষক শ্রী যুবরাজ কোচ। শিক্ষক পরিমল কোচের সঞ্চালনায় কোচ নৃ-গোষ্ঠীর বর্ণাঢ্য সংস্কৃতি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সচেতন ও উৎসাহমূলক বক্তব্য রাখেন- কারিতাস এলআরডি প্রকল্প সুপারভাইজার মি. সনদ দ্রং। এতে স্থানীয় কোচ নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।