1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

কলাপাড়ায় বিয়ের ৯ মাস পর স্বামীর বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিয়ের মাত্র ৯ মাস পর স্বামীর বাড়ি থেকে শিরিনা আক্তার (২০) নামে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুর পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পৌর শহরের নাচানাপাড়া সংগলগ্ন স্বামীর বাসা থেকে তার লাশ উদ্ধার করেশ। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী মিঠু সিকদার (২৫) পলাতক রয়েছে। মৃত শিরিনা চাকামাইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের মোখলেছ হাওলাদারের মেয়ে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র নয় মাস আগে সামাজিকভাবে মিঠুর সাথে বিয়ে হয় শিরিনার। বিয়ের পর থেকে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-কলহ-বিবাদের সৃিষ্ট হতো। বুধবার রাত ১২টার দিকে স্বামী মিঠু শিরিনার ভাইয়ের কাছে ফোন দিয়ে তাদের পরিবারের সবাইকে নিয়ে তার বাসায় আসতে বলে। সকালে শিরিনার বাবা-মা ও ভাইসহ সবাই তার বাসায় এসে ঘরের মেঝে শিরিনার লাশ দেখতে পান।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান এ প্রতিদেককে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মৃত শিরিনার বাবা কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com