কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৩ মণ জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে অভিযান চালিয়ে উপজেলার মৎস্য বন্দর মহিপুর এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।
মৎস কর্মকর্তা জানান, এ সময় কাউকে আটক করতে পারেনি। পরে সমন্বিতভাবে এসব জাটকা ইলিশ স্থানীয় এতিমখানয় বিতরণ করা হয়েছে।