ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পৌর শহরের বিভিন্ন সার, বীজের দোকান এবং হোটেলে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ইসলাম ট্রেডার্সে ২ বছর চার মাস আগেই মেয়াদ শেষ হওয়া বোরনের প্যাকেটের গায়ের তথ্য কৌশলে মুছে ফেলে বিক্রি করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ চারটি প্রতিষ্ঠানে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, দিনাজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। তিনি বলেন, জনস্বার্থে মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে।