রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৩ যুবককে ৭০ পিচসহ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- আসাদুজ্জামান নাঈম (২৬),শাখিল (২৮) ও ফজলুল হক (৩৫)।
গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে পৌর শহরের লঞ্চঘাট এলাকায় চায়ের দোকান থেকে একদল চৌকস পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসাদুজ্জামান নাঈমের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা আমতলী পৌর শহরে। বাকি ২ জনের বাড়ি কলাপাড়া জানায় পুলিশ
কলাপাড়া থানা এস আই আবুল হোসেন জানান, চায়ের দোকানে বসে তারা উদ্ধারকৃত ইয়াবা ভাগাভাগি করছিল। গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে সেখানে গিয়ে তাদেরকে হাতেনাতে আটক করি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মালার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।