ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার চিহ্নিত ডাকাত, একাধিক মামলার আসামী ও ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজলুল করিম ওরফে ফজল ডাকাত (৩৬) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইগাতি উপজেলার ভালুকা গ্রামের বাসিন্দা আক্রাম হোসেনের ছেলে ফজলুল করিম ওরফে ফজল ডাকাতের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গত ২০০৮ সালে দায়ের করা একটি মামলায় ২০১৭ সালে আদালত তাকে ১৫ বছরের দন্ড প্রদান করে রায় ঘোষণা করেন। কিন্তু ২০১০ সাল থেকেই সে পলাতক ছিল। এমনকি গাজীপুর এলাকায় গিয়ে ফজল ডাকাত সেখানকার ভোটারও হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান জানান, গ্রেফতারকৃত ফজলুল করিম এলাকায় ফজল ডাকাত নামে পরিচিত। এ পর্যন্ত তার বিরুদ্ধে চারটি মামলার রেকর্ড পেয়েছি, আরও থাকতে পারে। আজ (রোববার) তাকে আদালতে সোপর্দ করা হবে।