নালিতাবাড়ী (শেরপুর) : ১৫৫ পিস ইয়াবাসহ আবুল হাশেম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী আসলামের গজারি বাগান এলাকায় সীমান্ত সড়ক হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাশেম সীমান্তবর্তী তারানী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সড়কের চায়না মোড় থেকে আসলামের বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রির উদ্দেশ্যে আনা ১৫৫ পিস ইয়াবাসহ আবুল হাশেমকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।