ঢাকা: ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান বেগম গুলশান আরা সেলিম আর নেই। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস, কিডনি রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল।