1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

প্রেমিককে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে বিথী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম: এক সময়ের পরকীয় প্রেমিক, স্বামীর সাথে সম্পর্কের সূত্রে দূর সম্পর্কের দেবর। এই সম্পর্কের সূত্র ধরে মাধব দেবনাথের সাথে শারিরীক সম্পর্ক গড়ে উঠে বিথির। লকডাউনের সময় সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ায় কথা হতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে। আর ইমোতে কিছু ব্যক্তিগত ভিডিও বিনিময় করেন বিথী।

এই ভিডিও কাল হয়ে উঠেছিলো বিথীর জন্য। মাধবের সাথে বিথী সম্পর্ক ছিন্ন করতে চাইলে ভিডিও দেখিয়ে জিম্মি করে শারিরীক সম্পর্ক করার জন্য বাধ্য করতে চেয়েছিল বিথীকে। এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে মাধবকে বাসায় ডেকে এনে কৌশলে খুন করার পর সেই লাশ খাটের নিচে লুকিয়ে রেখেছিল পুরো তিন দিন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, পরকিয়ার জেরেই খুন হন মাধব দেবনাথ। শ্বাসরোধ করে তাকে হত্যা করেন তার দূর সম্পর্কের ভাবী বিথী দেবনাথ। বিথী দায় স্বীকার করে রবিবার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিট্রেট সরোয়ার জাহান এর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

ওসি জানান, গত শুক্রবার রাতে বিথী দেবনাথের খাটের নীচ থেকে উদ্ধার করা হয় মাধব দেবনাথের মরদেহ। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিথী জানায়, মাধব বিথীর স্বামী পিন্টুর ফুফাতো ভাই। সে তাদের বাসায় খোরাকি (টাকার বিনিময়ে খাবার) খেত। এর মধ্যেই বিথী-মাধব পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়।

এর মধ্যে গত ২ ডিসেম্বর মাধব বিথীর বাসায় আসে। এরপর কৌশলে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে খাটের নীচে লুকিয়ে রাখে। পরে ঘরের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ টের পেয়ে বিথীর স্বামী পিন্টু পুলিশকে খবর দিলে পুলিশ ওই খাটের নিচ থেকে লাশ উদ্ধার করে।

উক্ত ঘটনায় জড়িত পিন্টু দেবনাথের স্ত্রী বিথী দেব নাথকে (২০) আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে হত্যা করার কথা স্বীকার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com