টাঙ্গাইল: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বিঘ্ন হওয়ায় সোমবার মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। এতে দুই পাড়ে ক্ষণে ক্ষণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত থেকে সেতু এলাকায় স্থাপিত কুয়াশা পরিমাপক যন্ত্রে অতিরিক্ত কুয়াশার পরিমাণ দেখা দিলে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।