বাংলার কাগজ ডেস্ক: সরকারের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত করা হয়েছে। তারা হলেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) প্রাণেশ রঞ্জন সূত্রধর এবং ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ প্রকল্প পরিসংখ্যান ব্যুরোর (অতিরিক্ত সচিব) প্রকল্প পরিচালক ড. শেখ হারুনুর রশিদ আহমেদ।
বুধবার (৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) প্রাণেশ রঞ্জন সূত্রধর এবং ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ প্রকল্প পরিসংখ্যান ব্যুরোর (অতিরিক্ত সচিব) প্রকল্প পরিচালক ড. শেখ হারুনুর রশিদ আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে বদলি করা হয়েছে।