বাংলার কাগজ ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আগামী ২৬ শে মার্চ রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (৯ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনের সময় একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য সরকারও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। কপিলমুনি যুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে। ৯ ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবস। এবারই প্রথম সরকারীভাবে দিবসটি পালিত হয়। কপিলমুনি যুদ্ধের স্মৃতি সংরক্ষণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে দুই কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ৪৮ ঘন্টা রক্ষক্ষয়ী যুদ্ধ শেষে ১৫৫ রাজাকারের আত্মসর্মপণের মধ্য দিয়ে দক্ষিণ খুলনার সর্ববৃহৎ শত্রু ঘাটির পতন ঘটে। ঐ দিন উপস্থিত হাজার হাজার জনতার রায়ে আত্মসমর্পণকৃতদের মধ্যে ১৫১ জন রাজাকারকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রকাশ্যে গুলি করে রায় কার্যকর করা হয়।