1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

তখন আরও বেশি কাঁদছিলাম: সাই পল্লবী

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ‘পাবা কাদাইগাল’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। চারটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এই চারটি গল্পের মধ্যে ‘ওর ইরাভু’ শিরোনামের গল্পে অভিনয় করেছেন সাই পল্লবী। এটি পরিচালনা করেছেন ভেট্টি মরন। এতে আরো অভিনয় করছেন—অঞ্জলী, গৌতম বাসুদেবা মেনন, কালিদাস জয়রাম, কাল্কি কোয়েচলিন, প্রকাশ, সান্তনু ভাগ্যরাজ প্রমুখ।

৩৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার কাজের অভিজ্ঞতা সাই পল্লবীর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের কাছে শুটিংয়ের সেই অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।

শুটিং শুরুর আধা ঘণ্টা আগে সাই পল্লবীকে তার সংলাপ বলেন পরিচালক। সেই অভিজ্ঞতা জানিয়ে সাই পল্লবী বলেন—‘আমি যখন আমার দৃশ্যের শুটিং শুরু করি, তখন ভেট্টি স্যার আমার সংলাপ বলতে বলেন। যা আমার হৃদয়ে লেগেছিল এবং আমি তখন আরো বেশি কাঁদতে ছিলাম। আমার দৃশ্যের শুটিং শুরুর আধা ঘণ্টা আগে আমার সংলাপ কী হবে তা বর্ণনা করেন। যখন আমি উচ্চ স্বরে সংলাপ বলছিলাম, তখন তা আমাকে খুব আহত করেছিল। এটি আমার জীবনের অন্যতম সেরা স্ক্রিপ্ট।’

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!